স্বদেশ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ রাসেল (১৫) রাজারহাট উপজেলার মোঃ মজিদ মিয়ার ছেলে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, রাসেল হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গেম খেলছিল। এমতাবস্থায় ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
সূত্র : ইউএনবি