রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

এবার নির্বাচনে পরীমনি

এবার নির্বাচনে পরীমনি

বিনোদন ডেস্ক: হাল সময়ের আলোচিত নায়িকা পরীমনি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী। এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।পরীর কয়েকটি ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব’সহ কজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, দুদিন আগেই মা হতে যাওয়ার খবর জানিয়েছেন পরীমনি। একইসঙ্গে জানিয়েছেন বিয়ের খবরও। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877