স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে জাহিদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ থানায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর পুকুরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে ১১০ পিস ইয়াবা পাওয়া যায় এবং জাহিদুরকে আটক করে হাতকড়া পড়ানো হয়। পরে থানায় নেওয়ার পথে জাহিদুর হাতকড়াসহ পালিয়ে যায়।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং হাতকড়া নিয়ে পালানোর জন্য পৃথক দুটি মামলা করা হয়েছে। জাহিদুরের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুরের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।