বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সুখবর দিলেন দেব

সুখবর দিলেন দেব

বিনোদন ডেস্ক:

ভারতে মহামারি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী আক্রান্ত হয়েছেন। এ তালিকায় টালিউডের হার্টথ্রুব অভিনেতা দেবের নামও যুক্ত হয়েছিল।

তবে দেব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিয়েছেন। রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন তিনি করোনামুক্ত হয়েছেন। টুইটারে তিনি লিখেছেন— করোনামুক্ত হয়েছি। তবে এখনই বাড়ি থেকে বের হচ্ছি না। আইসোলেশনে থাকব।  খবর হিন্দুস্তান টাইমসের।

টুইটারে দেব জানিয়েছেন, তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারে রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আগামী সাত দিন নিয়ম মেনে বাড়িতেই থাকবেন।
এর আগে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর জানিয়েছিলেন দেব। সঙ্গে জানা যায়, রুক্মিণী মৈত্ররও কোভিড পজিটিভ। তার পর থেকে দুজনেই স্বেচ্ছায় গৃহবন্দি ছিলেন। তবে এর মধ্যেও হাসিখুশি মেজাজেই ছিলেন দেব। কখনও সহকর্মীর কাছে কোয়ারেন্টিনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন। কখনও বান্ধবীর সঙ্গে ঠাট্টা করেছেন। কিন্তু তাতেও অনুরাগীদের উদ্বেগ কমছিল না।

অবশেষে রোববার সন্ধায় জানালেন, তিনি করোনামুক্ত হয়েছেন। তার পর থেকে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে রুক্মিণী করোনা আক্রান্ত কিনা, এখনও জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877