বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত-আক্রান্ত কমেছে

বিশ্বজুড়ে করোনায় মৃত-আক্রান্ত কমেছে

স্বদেশ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো তিন হাজার পাঁচ শ’ ৪৪ জন মানুষ। আক্রান্ত হয়েছেন আরো ১৮ লাখ ৬৪ হাজার ৭২৮ জন।

এর আগে রোববার ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল আরো পাঁচ হাজারের বেশি মানুষ। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছিল ২২ লাখ মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৮৩২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ পাঁচ হাজার ৮৮৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় কোটি ১২ লাখ ৬৩ হাজার ৩০ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৫৯ হাজার ৩৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৫৭ লাখ আট হাজার ৪৪২ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজার ৭৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৫ লাখ ২৩ হাজার ৯০৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ২০ হাজার ৩১ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877