মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

উত্তপ্ত কাজাখস্তানে নিহত ১৬৪

উত্তপ্ত কাজাখস্তানে নিহত ১৬৪

স্বদেশ ডেস্ক:

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে প্রতিবাদ বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ ছাড়া গত কয়েকদিন ৫ হাজারের বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিনের সহিংসতায় ১৭৫ মিলিয়ন ইউরোর সম্পদ ক্ষতি হয়েছে। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে। মন্ত্রণালয় জানিয়েছে প্রায় ৪০০ গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতায় ১৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক নিউজ এজেন্সি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। দেশটির বড় শহর আলমাতিতেই ১০৩ জন নিহত হয়েছে। এ শহরটিতেই সবচেয়ে বেশি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। এদিকে কাজাখ স্বাস্থ্যমন্ত্রী ইরলান তুরগামবেইভ বলেছেন, আজ (রবিবার) দেশের সব দিকেই পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

খবরে বলা হয়, সব মিলিয়ে ৫ হাজার ১৩৫ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১২৫টি পৃথক তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এদিকে কাজাখ আন্দোলনকারীরা নতুন সেøাগান হিসেবে ‘ওল্ড ম্যান আউট’ (বৃদ্ধরা ক্ষমতা ছাড়) চালু করেছে। আলমাতি শহরে বিক্ষোভকারীরা এ সেøাগান দিয়েছে। খবরে বলা হয়, তবে আন্দোলনকারীদের এ সেøাগান প্রেসিডেন্ট কাশিম জোমরাত তোকায়েভকে (৬৮) উদ্দেশ করে নয়। তারা ‘ওল্ড ম্যান আউট’ সেøাগান দিচ্ছেন কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভকে উদ্দেশ করে। ৮০ বছরের বেশি বয়সী এ নেতা তিন দশকের বেশি সময় দেশ শাসনের পর ২০১৯ সালে তার অনুগত কূটনীতিক তোকায়েভকে প্রেসিডেন্ট পদে বসান। নূরসুলতান নাজারবায়েভ সাবেক প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি এখনো দেশটির সরকারে ব্যাপক ক্ষমতাধর একজন ব্যক্তি।

উল্লেখ্য, জ¦ালানিপণ্য এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম বেড়ে যাওয়া বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে জেরে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। এ ছাড়া দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকেও আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877