রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের রেকর্ড

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের রেকর্ড

স্বদেশ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের থাবায় বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন সাত হাজার ২০৪ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৬ লাখেরও বেশি মানুষ, যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড।

এর আগে বুধবার বিশ্বে মারা গিয়েছিলো ছয় হাজার ৩৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ২১ লাখ ২২ হাজার ৭৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৪৪৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৬৯৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ কোটি ৮৮ লাখ পাঁচ হাজার ১৮৬ জন। মারা গেছে আট লাখ ৫৩ হাজার ৬১২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৫১ লাখ পাঁচ হাজার ৫৮০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮২ হাজার ৬১১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৫৫৯ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877