শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

জোকোভিচকে বিমানবন্দরে আটকে দিলো অস্ট্রেলিয়া

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

স্বদেশ ডেস্ক:

পুরুষদের টেনিসে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে কোভিড টিকার বাধ্যবাধকতা শিথিল করে তাকে ভিসা দিয়েছিল দেশটি। কিন্তু ভিসা বাতিল করে নাটকীয়ভাবে তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা বসিয়ে রেখে পরে জানানো হয়, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে শর্তপূরণ না হওয়ায় তাকে ফেরত পাঠানো হবে।

এই তারকা ক্রীড়াবিদের ক্ষেত্রে ভিসার শর্ত শিথিল করা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই নাটকীয় এই পদক্ষেপ নিলো অস্ট্রেলিয়া সরকার। বিবিসি জানিয়েছে, জোকেভিচকে পরবর্তী কোনো ফ্লাইটে তুলে দেওয়ার জন্য আপাতত সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে।

করোনাভাইরাসের টিকা নিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি জোকোভিচ। অবশ্য গতবছর তিনি বলেছিলেন, তিনি টিকা দেওয়ার পক্ষে নন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ