বিনোদন ডেস্ক: একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে বলিউডে অভিষেক হয় রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের। এরপর বলিউডের বিভিন্ন ছবি ও গানে দেখা যায় তাকে। সেই সুন্দরীর জন্মদিনে কোটি টাকার হিরার আংটি উপহার দিয়েছেন সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে কাছের কয়েকজন মানুষকে নিয়ে নিজের জন্মদিন পালন করেন রোমানিয়ান টিভি উপস্থাপিকা ইউলিয়া। সেই অনুষ্ঠানেই সালমান খান তাকে কোটি টাকার হিরার আংটি উপহার দেন।
এই দামি আংটি উপহার দেওয়ার নিয়ে কোনো মন্তব্য করেননি সালমান খান। কথা বলেননি ইউলিয়াও। তবে এই দুজনের সম্পর্ক নিয়ে সিনেপাড়ায় আলোচনা কম হয়নি। ‘টিউবলাইট‘ ছবির শুটিং থেকে শুরু করে অনেক জায়গায়ই দুজনকে দেখা গেছে একসঙ্গে।
কয়েক বছর আগে ইউলিয়াকে প্রথম দেখা যায় ভারতে। সালমান খানের প্রযোজনায় ‘ও তেরি’ ছবির একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে বলিউডে পা রাখা রোমানিয়ান এই সুন্দরী অভিনয় করেন ‘রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা’ ছবিতে। গান গেয়েছেন ‘সেলফিস’ ও ‘রেস ৩’-এর ‘পার্টি চলে অন’ ছবির মিউজিক ট্র্যাকে। এভাবেই সালামান খানের সঙ্গে ঘনিষ্ট হন রোমানিয়ান এই টিভি উপস্থাপিকা।