বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

১০ বছর পর একসঙ্গে তারা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯

বিনোদন ডেস্ক: সংগীতের ভুবনে রবি চৌধুরী ও আঁখি আলমগীরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সংগীত ক্যারিয়ারে ভক্ত-শ্রোতাদের তারা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবে দীর্ঘ ১০ বছর তাদের একসঙ্গে কোনো গান গাইতে দেখা যায়নি।

দীর্ঘ বিরতির পর আবারও এক হলেন সংগীতের জনপ্রিয় এই দুই তারকা। গাইলেন নতুন গান। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটি শোনা যাবে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন রবি চৌধুরী। আর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গতকাল সন্ধ্যায় রবির স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন আঁখি আলমগীর।

রবি চৌধুরী বলেন, ‘বহু বছর পর আঁখির সঙ্গে গান করছি। গানের কথাগুলো দারুণ। এর সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে সুরটিও। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ