রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

করোনা আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়ালো

করোনা আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়ালো

স্বদেশ ডেস্ক;

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের তাণ্ডবে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়ালো।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো দুই হাজার ৩৫৭ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ।

এর আগে রোববার বিশ্বে মারা গিয়েছিল তিন হাজার ৮৭৫ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিল ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৩৫৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩২১ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৭৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৪৭ হাজার ৪০৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮১ হাজার ৭৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ১৭১ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877