শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

সপ্তম ধাপের ইউপি নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু আজ

সপ্তম ধাপের ইউপি নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু আজ

স্বদেশ ডেস্ক:

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আজ রোববার থেকে ফরম বিক্রি শুরু হয়ে চলবে মঙ্গলবার পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দিতে পারবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে— সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন সপ্তম ধাপের ১৩৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877