বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

ওমিক্রন নয়, ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

স্বদেশ ডেস্ক:

করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে নয়, বরং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ কথাই জানানো হলো।

গত সোমবার করোনা আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। চার দিন হাসপাতালে থাকার পর গত শুক্রবারই ছাড়া পান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।

ককটেল থেরাপির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কাজে দিয়েছিল স্টিম থেরাপিও। চিকিৎসকরা জানিয়েছিলেন, এর পরবর্তীতে বাড়ি বসেই তার যাবতীয় চিকিৎসা করা যাবে। তাদের পরামর্শ মতোই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

শুক্রবার বিসিসিআই সভাপতির জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট কল্যাণী থেকে এসে না পৌঁছলেও যেভাবে তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন, তাতে চিকিৎসকদের ধারণা ছিল তিনি ওমিক্রন আক্রান্ত নন। তাই বর্ষশেষের দুপুরেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে।

বছরের শেষ দিন সুস্থ হয়ে ওঠা সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। কিন্তু নতুন বছরের প্রথম দিন এমন খবরে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ