স্বদেশ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় এক যুবক ভারী অস্ত্র হাতে ফেইজবুকে ছবি পোস্ট দেওয়ার পরে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে ছবি পোষ্ট দেওয়া যুবকটির নাম সাইফুল ইসলাম। সাইফুল ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছড়ারকুলের আরিফুল ইসলাম বাবুর ছেলে।
সম্প্রতি রাত ১০টার দিকে হাতে একটি ভারী অস্ত্র নিয়ে সামনের দিকে তাক করে আছে। সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন সাইফুল। সেই ছবির ক্যাপশনে ‘সাবধান ডাইরেক্ট এ্যাকশন হবে’ লিখেন ছবি ফেসবুকে পোস্ট করে। পরে বির্তকের মুখে পড়ে ফেসবুকে দেওয়া ক্যাপশন বদলে দেয়। এনিয়ে পুরো চকরিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর ট্রাক নিয়ে বিজয় মিছিল করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা। ৫টি ট্রাক ও ৩০টি মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিলে ভারী অস্ত্র হাতে ছবি তুলে সাইফুল ইসলাম। পরে রাত ৯টা ৪৯মিনিটে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে। পরে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অস্ত্র হাতে ফেসবুকে পোস্ট করা ছেলেটিকে দেখতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।