শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

এই রাশির জাতকদের জন্য ২০২২ সাল হবে দুর্দান্ত, পালটে যাবে ভাগ্য

এই রাশির জাতকদের জন্য ২০২২ সাল হবে দুর্দান্ত, পালটে যাবে ভাগ্য

আপনিও সেই তালিকায় আছেন?

সকলেই আশা করেন যে নয়া বছর দুর্দান্ত কাটবে। নিয়ে আসবে ভালো খবর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তনের উপর ভিত্তি করে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তেমনভাবেই আগামী বছরও একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। তার প্রভাবে আগামী বছর কয়েকটি রাশির জাতকদের দুর্দান্ত কাটবে। আপনিও কি সেই তালিকায় আছেন, দেখে নিন –

মেষ রাশি

১) মনে শান্তি এবং প্রসন্নতা থাকবে।

২) শিক্ষা সংক্রান্ত কাজে ভালো ফল মিলবে।

৩) গবেষণা সংক্রান্ত কাজের জন্য অন্যত্র যেতে হতে পারে।

৪) চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। বদলি হতে পারেন।

৫) কথাবার্তায় কঠোরতা থাকবে। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন।

৬) আয় বাড়বে। সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। কিন্তু অন্যত্র যেতে হতে পারে।

৭) বন্ধুদের সহযোগিতা পাবেন।

বৃষ রাশি 

১) আত্মবিশ্বাস বাড়বে।

২) আত্মীয়ের পরিবারে ধর্মীয় কাজ হবে।

৩) সন্তানের থেকে সুখ মিলবে।

৪) উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে।

৫) চাকরিতে পরিবর্তন হতে পারে।

৬) মা এবং পরিবারের কোনও বয়স্ক মহিলার থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।

৭) চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। বদলি হতে পারে।

সিংহ রাশি

১) সম্পত্তি থেকে আয় বাড়বে।

২) মায়ের থেকে অর্থ পেতে পারেন।

৩) কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে।

৪) আয় বাড়বে।

৫) চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে।

৬) পারিবারিক জীবনে সুখ বাড়বে।

৭) সন্তানের থেকে সুখ মিলবে।

৮) চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন।

৯) গাড়ি কিনতে পারেন।

কন্যা রাশি

১) আত্মবিশ্বাস বাড়বে।

২) কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা থাকবে।

৩) চাকরির ক্ষেত্র বিস্তৃত হতে পারে। বদলিরও সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন।

৪) মনে শান্তি থাকবে।

৫) চাকরিতে কাজের চাপ বাড়তে পারে।

৬) আয় বাড়বে।

বৃশ্চিক রাশি

১) বাড়ি কিনতে পারেন।

২) বাবা-মায়ের সহযোগিতা পাবেন।

৩) পোশাকের প্রতি আগ্রহ বাড়বে।

৪) পড়াশোনায় আগ্রহী হবেন।

৫) শিক্ষা সংক্রান্ত কাজে ভালো ফলাফল মিলবে।

৬) সন্তানের সুখ বৃদ্ধি পাবে।

৭) আয় বাড়বে।

৮) চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে।

৯) বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হবে। তীর্থে যাওয়ার যোগ তৈরি হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877