শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান এক দিনের ব্যবধানে সিলেটে ‘ভারতীয় খা‌সিয়াদের গু‌লিতে’ আরেকজন নিহত
চীন বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বর্জ্যবিদ্যুৎ প্ল্যান্ট….!

চীন বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বর্জ্যবিদ্যুৎ প্ল্যান্ট….!

স্বদেশ ডেস্ক: সাম্প্রতিক অতীতে যে প্রকল্পগুলোই চীন হাতে নিয়েছে তা বিশ্বে দীর্ঘতম, না হয় সর্বোচ্চ উচ্চতার অথবা বৃহত্তম। উচ্চবিলাসী তো বটেই, দেশটির এসব প্রকল্প বিশ্বে স্থাপন করে চলেছে নানা নজির। এতে সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। দেশটির শেনঝেন প্রদেশে নির্মাণাধীন এটি হবে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যান্ট।

বিশ্বের জনবহুল দেশ চীন। ইতোমধ্যে দেশটি বানিয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সেতু, সবচেয়ে বড় ড্যাম, সবচেয়ে বড় কাচের সেতু, সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট এবং সবচেয়ে বড় বায়ু বিশুদ্ধকরণ প্ল্যান্ট। এখন তারা নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এ প্ল্যান্টের বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, চীনের দক্ষিণে শেনঝেন প্রদেশে এ প্ল্যান্ট হচ্ছে এক লাখ ১২ হাজার ৬৪৫ স্কয়ার মিটার এলাকাজুড়ে। এটি প্রতিদিন পাঁচ হাজার টন বর্জ্য পুড়িয়ে বছরে ৫৫০ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। প্ল্যান্টের ৪৪ হাজার স্কয়ার মিটার ছাদজুড়ে থাকবে সোলার প্যানেল। ২০১৬ সালে নির্মাণ শুরু হওয়া এ প্ল্যান্টটি ২০২০ সালে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।  শেনঝেনে ২০ মিলিয়ন লোকের বাস। তারা প্রতিদিন প্রায় ১৫ হাজার টন বর্জ্য নিঃসরণ করে। আর প্রতি বছর তা ৭ শতাংশ করে বাড়ছে। এ প্রকল্পটি তাই প্রদেশটির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্ল্যান্টটির নকশা করেছে দু’টি ড্যানিশ স্থাপত্য প্রতিষ্ঠান। শেনঝেন প্রদেশেযে পরিমাণ বর্জ্য প্রতিদিন নিঃসরিত হয়, তার তিন ভাগের এক ভাগ এ প্ল্যান্ট বিদ্যুৎ-এ রূপান্তরিত করতে পারবে। এ প্ল্যান্ট বর্জ্য থেকে যেমন বিদ্যুৎ উৎপাদনকরবে, তেমনই বিদ্যুৎ আসবে ৪৪ হাজার স্কয়ার মিটার ছাদজুড়ে থাকা িেসালার প্যানেল থেকেও। যা নাগরিকদের চাহিদা মেটাতে সহায়তা করবে। যদিও প্রকল্পটি শুরুতেই স্থানীয়দের ব্যাপক বাধার মুখে পড়েছে। তাদের ধারণা এ প্ল্যান্ট নিকটবর্তী জলাধার ও পানি দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করবে। ইতোমধ্যে বাসিন্দারা আইনি লড়াই শুরু করেছেন যেন এ প্ল্যান্ট শেনঝেনের এমন জায়গায় স্থানান্তর করা হয় যেখানে মানুষের বসবাস কম। এমনিতে চীন বিশ্বের বুকে নিজেকে মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে। এ বর্জ্য বিদ্যুৎ প্ল্যান্ট উৎপাদনে গেলে নিশ্চিতভাবে বলা যায় চীনের নামের সঙ্গে যোগ হবে নতুন অর্জনের পালক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877