বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন বেশ কিছুদিন থেকেই নিজেকে আড়াল করে রেখেছিলেন। প্রায় দুই মাস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটিও পোস্ট করেননি তিনি। হঠাৎ করেই ঐশ্বরিয়ার এমন নীরবতা ভাবিয়ে তুলছিল তার ভক্তদের। এবার সেই নীরবতা ভাঙলেন নায়িকা। গত ২৩ জুলাই তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই। এ ফেরার পেছনেও বিশেষ কারণ আছে। নিজের কোনো ছবি পোস্ট করেননি। বিশ্বসুন্দরী পোস্ট করেছেন তার স্বামী অভিষেকের কয়েকটি ছবি। ছবিগুলোতে খেলার জার্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। বোঝাই যাচ্ছে স্বামী অভিষেক বচ্চনের জন্যই ইনস্টাগ্রামে ফেরা এ নায়িকার। জানা গেল, গত ২২ জুলাই প্রো-কাবাডি লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জয়পুর পিঙ্ক প্যান্থার ও ইউ মুম্বাই ইন। সেই ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেয় পিঙ্ক প্যান্থাররা। অভিষেক পিঙ্ক প্যান্থার দলের মালিক। তাই স্বামীর জয়ে তাকে শুভেচ্ছা জানাতে অভিষেকের ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই। দলের জয়ের পর স্ত্রীর অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত অভিষেক সে পোস্টের উত্তরে ঐশ্বরিয়ার উদ্দেশে লিখেছেন, ‘আমাদের লাকি চার্ম।’ উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের প্রেমের শুরুটা হয়েছিল কিন্তু আরও আগে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবিতে জুটিবেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। এ জুটির বাস্তব জীবনের ভালোবাসার গল্পের শুরুটা হয়েছিল ‘উমরাও জান’ ছবির সেটে। এক সঙ্গে কাজ করতে গিয়ে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ায় মুগ্ধ হয়েছিলেন অভিষেক। এখন চুটিয়ে সংসার করছেন তারা। তাদের ঘরে আছে এক ফুটফুটে মেয়ে আরাধ্য।