শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

‘গডমাদার’ লোপেজ

Tapasee Pannu Hot Stills

বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ড্রাগলর্ডের একজন গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কো। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর এক আততায়ী তার মাথা লক্ষ্য করে দুটো গুলি ছোড়ে। সেখানেই মৃত্যু হয় এই কোকেন গডমাদারের। এত বছর পর আবার জীবত হচ্ছেন গ্লিসেন্ডা। তবে সেটি বড় পর্দায়। তার জীবন ফিরবে চলচ্চিত্র হয়ে। সেখানে ব্ল্যাঙ্কোর চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনয়শিল্পী ও গায়িকা জেনিফার লোপেজ। চলচ্চিত্রের নাম ‘দ্য গডমাদার’। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন তিনি। লোপেজ বলেন, ‘সব সময়ই গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে টানত, কৌতূহলী করত। বড় পর্দায় এ রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের নেতিবাচক আর জটিল চরিত্র অভিনয়শিল্পীরা খুব কমই পায়।’

উল্লেখ্য, গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোকে অপরাধ জগৎ একনামে চেনে ‘লা মাদরিনা’ নামে। যার ইংরেজি অর্থ গডমাদার। তিনি গডমাদার, মাদকের গডমাদার। আরও স্পষ্ট করে যদি বলা হয়, তিনি কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি কলাম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত শতকের সত্তর-আশির দশকে যুক্তরাষ্ট্রে মাদকবাণিজ্যে বিপ্লব ঘটান তিনি। কারাগারে আটকে রেখেও তার মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। সেখানে বসে তিনি নিরাপদে ব্যবসায় পরিচালনা করেছেন। ব্ল্যাঙ্কোর ছোটবেলা ছিল সবার থেকে আলাদা। তিনি জানতেন না, তার বাবা কে বা বাবা কী। সেখান থেকেই ভয়ঙ্কর অপরাধের বীজ বোনা হয়েছে তার শরীরে, মনে আর মস্তিষ্কে। ১২ বছরের আগেই তিনি অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877