বিনোদন ডেস্ক: নারীদের ঋতুচক্র নিয়ে সমাজ থেকে কুসংস্কার দূর করতে এবার প্রচারে নামছেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। নারীদের ঋতুচক্রের সময় প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করাই এ স্বেচ্ছাসেবী সংস্থার কাজ। পাশাপাশি দরিদ্র নারীদেরও স্যানিটারি ন্যাপকিন দিয়ে সাহায্য করে এ সংস্থা। তাপসী যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, তার সঙ্গে যুক্ত আছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলও। ২০১৮ সালে রাজকীয়ভাবে বিয়ে হয় প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তারা অনুরোধ করেছিলেন উপহারের বদলে সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কিছু দান করতে। তার মধ্যে মুম্বাইয়ের এ প্রতিষ্ঠানও ছিল। এর আগে ২০১৭ সালে মেগান নিজেও এই এনজিওর কাজে মুম্বাইয়ে এসেছিলেন। নিজের নতুন কার্যক্রম প্রসঙ্গে তাপসী বলেন, ঋতুচক্র নিয়ে বায়োলজিতেও বিশেষ পাঠ রয়েছে। তবে এ বিষয়টি নিয়ে যখনই আমরা কথা বলি, তখনই চুপি চুপি কথা বলতে থাকি। এমনকি শ্রেণিকক্ষের মধ্যেও এ নিয়ে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়। নারীদের ঋতুচক্র একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমাদের এ বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে হবে। এর সঙ্গে নারীদের স্বাস্থ্যের বিষয়ও জড়িত।
প্রসঙ্গত, ঋতুচক্র নিয়ে গোপনীয়তার কারণে অনেক নারীই তাদের অসুবিধার কথা প্রকাশ করেন না। ফলে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন। এ বিষয়ে মানুষকে সচেতন করতেই প্যাডম্যান-এর মতো ছবি বানিয়েছিলেন অক্ষয়। এ দিকে এই মুহূর্তে মিশন মঙ্গল ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তাপসী। তিনি ছাড়াও এ ছবিতে আছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা প্রমুখ।