স্বদেশ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বাতের ব্যথায় ভুগছিলেন ডিয়েগো ম্যারাডোনা। পরিত্রাণ পাওয়ার আশায় শেষ পর্যন্ত ছুরি-কাঁচির নিচে যেতে হলো তাকে। গত ২৪ জুলাই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের অলিভস মেডিকেল সেন্টারে ডান হাঁটুর অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। সাবেক ফুটবল গ্রেট এখন ভালো আছেন বলে জানান তার আইনজীবী মাতিয়াস মোরলা। ৫৮ বছর বয়সী এ তারকা গত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে ভুগছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাত। তার দুই হাঁটুতেই বাতের ব্যথা ছিল। এ জন্য অস্ত্রোপচার করানো হয়। এ ব্যাপারে তার উকিল টুইটারে জানান, ‘ডিয়েগো ম্যারাডোনার ডান হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সব ঠিক আছে, এবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’ গত মাসে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোসের কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। শারীরিক অসুস্থতার কারণেই দায়িত্ব নেওয়ার ১১ মাস পরই দলটির দায়িত্ব ছেড়ে দিতে হয় ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকাকে।