স্বদেশ ডেস্ক: একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমামের এমন কীর্তি ফাঁস করেছেন আমান নামের এক ব্যক্তি। তার দাবি, একই সঙ্গে সাতজন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে তাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন ইমাম উল হক। টুইটারে অন্তত তাদের মধ্যে চারজনের সঙ্গে ইমামের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন সেই ইউজার। সমালোচকরা বলছেন, ইমামের সাম্প্রতিক এই কা- তার ক্যারিয়ারে ক্ষতি করতে পারে। যদিও ইমাম উল হকের দাবি, তাকে ফাঁসানোর জন্যই মেয়েরা তার সঙ্গে ভুয়া প্রেমের অভিনয় করেছেন। তিনি এ-ও বলেছেন যে, এসব ঘটনাই নাকি গত ছয় মাস ধরে তার সঙ্গে ঘটানো হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন ২৩ বছর বয়সী এই পাকিস্তানি ওপেনার।