শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স ১ সপ্তাহ! আজ থেকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব? তারেক রহমানের দেশে ফেরা-আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে যা বললেন আহমাদুল্লাহ বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা
সমুদ্রের নিচেই স্বর্ণের শহর আটলান্টিস

সমুদ্রের নিচেই স্বর্ণের শহর আটলান্টিস

স্বদেশ ডেস্ক: রূপকথার গল্পের মতো এবং বহু আধুনিক সিনেমায় প্রায়ই আমরা দেখি, কোনো শহর জলের তলা থেকে উঠে এলো এবং একটি নির্দিষ্ট সময়ের পর সেটি আবার তার পূর্ব স্থানে চলে যায়। এ ধরনের ঘটনা যে শুধু সিনেমায় ঘটে থাকে তা নয়, বাস্তবেও এ রকমভাবে বহু শহর জলের তলায় তলিয়ে যায়। সে রকমই একটি শহর হলো আটলান্টিস, যার ব্যাপারে আমরা গল্পে পড়েছি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেশকিছু শহর বা সভ্যতা বিলুপ্ত। সে রকমই একটি শহর বা সভ্যতার মধ্যে অন্যতম হলো আটলান্টিস। হারিয়ে যাওয়া শহর, যার ব্যাপারে শুধু আমরা শুনে এসেছি। কিন্তু কোথায় ছিল, কী রকম ছিল সেই শহর, তার কোনো প্রমাণ নেই। অজানা সেই শহরের বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক। পৃথিবীর বুকে বেশকিছু রহস্য আছে, যার আজ পর্যন্ত কোনো রকম উত্তর মেলেনি। মানবজাতির উন্নতির পর বেশকিছু সভ্যতার উন্মেষ হয়, যার ব্যাপারে আমরা ইতিহাসে পড়ে এসেছি। তাদের মধ্যে এমন কিছু সভ্যতা বা শহর আছে, যার ব্যাপারে আমরা শুনলেও সপক্ষে প্রমাণ কিছুই মেলেনি। তাদের মধ্যে অন্যতম হলো আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর। আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং রহস্যজনক শহরগুলোর মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই গবেষকরা এ শহর কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে তা ধ্বংসের পথে চলে যায়, তা জানার চেষ্টা করে এসেছে। অনেকের মতেই বড় কোনো ভূমিকম্প বা সুনামির কারণে এ শহর ধ্বংসের পথে চলে যায়।
বিভিন্ন বই এবং কিছু টেলিভিশন শোতে এ হারিয়ে যাওয়া শহরের লোকেশনের কথা বলা হয়েছে। কয়েকজনের মতে, গুগলে সার্চ করলে গ্রিসের সান্তোরিনি শহরকে আটলান্টিস বলা হয়ে থাকে। আবার অনেকের মতে, বিমিনির জলের নিচেই এ হারিয়ে যাওয়া শহরের রাস্তা লুকিয়ে রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনীতে এ শহরের ব্যাপারে বেশকিছু অজানা তথ্য উঠে আসে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনী অনুযায়ী, আটলান্টিস শহরটি জিব্রাল্টারের বড় পাথরের কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ ছিল, যাকে হারকিউলিসের স্তম্ভ বলা হত। বহু মানুষের মতে, অ্যাটলান্টিস নামটি আটলান্টিক মহাসাগরের নাম থেকে এসেছে। কিন্তু প্লেটোর লেখনী অনুযায়ী, গ্রিসের সমুদ্রের ভগবান পোসাইডনের প্রথম সন্তান অ্যাটলাসের নাম থেকে এ শহরের নামকরণ করা হয়।
প্লেটো আটলান্টিসের ওপর দুটি বই লিখেছিলেন, যার মধ্যে টিমেয়াসের পুরো বইটি থাকলেও, ক্রিটিয়াসের পুরো কপি পাওয়া যায়নি। ফলে এ শহরের বিষয়ে বেশকিছু তথ্য অজানা রয়ে গেছে। যদিও বলা হয়ে থাকে, প্লেটো আটলান্টিসের ওপর আরও একটি বই লিখেছিলেন, যার নাম হের্মোক্রেতস। বেশকিছু নথিপত্র থেকে ধরা হয়, আটলান্টিস শহরটি ১১ হাজার ৫০০ বছরের পুরনো। আটলান্টিস শহরটি একটি দ্বীপ থেকে শাসিত সাম্রাজ্য ছিল, যা বর্তমান যুগে ইউরোপের টাস্কানি শহর থেকে আফ্রিকার মিসর শহর পর্যন্ত তাদের সাম্রাজ্য সম্প্রসারিত করেছিল। বলা হয়ে থাকে, এ শহরে সুন্দর নাগরিকের পাশাপাশি একটি পোসেইডনের মন্দির এবং কংক্রিটের প্রাচীরের পাশাপাশি জল যাতায়াতের জন্য খালের সুব্যবস্থা ছিল। অবশ্য এ শহরটি আসলেই কি রকম ছিল এবং কিভাবে তা ধ্বংসের পথে এগিয়ে গেল, তা নিয়ে বরাবর আমাদের মনে বিস্ময় থেকেই যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877