মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনায় আনন্দ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। আজ সারা দিন কোনও খরচ একাধিক বার হতে পারে। বাড়িতে সকলে মিলে আনন্দময় সময় কাটাবেন।
স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। বিদ্যার্থীদের সামনে ভাল কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে।
দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। সুখ-দুঃখ মিশিয়ে সারা দিন কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির আশঙ্কা।
নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় উন্নতির পথে বাধা। বিবাহ সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে। সন্তান নিয়ে চিন্তা। দুপুরের পরে চাকরির স্থানে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
দীর্ঘমেয়াদি কোনও কাজ দ্রুত সেরে ফেলুন। দর্শনচর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে মনে শান্তি। আজ আপনি কারওর কাছ থেকে অপবাদের শিকার হতে পারেন।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। পাওনা মনমতো হওয়ার আশা না করাই ভাল।
দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করতে পারে। ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদি কোনও রোগের দ্রুত চিকিৎসা করান।
কাউকে কটু কথা বলায় দুঃখবোধ। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে নতুন আলোচনা। সকালের দিকে ভাইদের মধ্যে বিবাদ বৃদ্ধি। প্রেমে বিবাদ বাড়তে পারে।
বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে জীবজন্তু কেনার জন্য আলোচনা হতে পারে।
পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারেন। বন্ধুদের সূত্রে সুযোগ আসতে পারে নানান বিষয়ে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। কর্মে এগিয়ে নিয়ে যান নিজেকে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আজ সারাদিন প্রচুর খাটুনি হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। জলপথে বিপদ।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
প্রেমের ব্যাপারে খুব সতর্ক না থাকলে দুর্ভোগের সম্ভাবনা। আপনার মনের কথা কাউকে বলার দারকার নেই। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিজ্ঞানচর্চায় অগ্রগতির যোগ।