বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সীমাবদ্ধতার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার

সীমাবদ্ধতার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার

স্পোর্টস ডেস্ক:

এক বছর বিরতির পর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার দুপুর ১২টায়। গেল আসরগুলোতে নামকরা বিদেশি ক্রিকেটাররা থাকলেও এবারের আসরে সেদিক থেকে খানিকটা পিছিয়ে বিপিএল। কারণ, একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর।

এবারের আসরেও ছয় দল নিয়ে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের এই আসরটি। তবে পিএসএলের কারণে অনেক বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না স্বীকার করলেও কিছু ক্রিকেটারকে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আজ রোববার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাইপ্রোফাইল ক্রিকেটার পাওয়া নিয়ে সুজন বলেন, ‘কিছু তো পাওয়া যাচ্ছেই। ড্রাফটের বাইরে যারা আছেন তারা তো সরাসরি করে নিচ্ছেন। হয়তো শিগগির আপনারা নামগুলো জেনে যাবেন।’

এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের লম্বা ড্রাফট তৈরি করেছে বিসিবি। যেখানে বেশিরভাগই পিএসএলে দল না পাওয়া ক্রিকেটার। আনকোরা ক্রিকেটারে ভরা ড্রাফট তৈরির প্রক্রিয়া নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছে ৪০০ (৪২৫) জনের ‍ওপরে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।’

পিএসএলের সঙ্গে একই সময় আয়োজন প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘চ্যালেঞ্জ তো কিছু আছেই। বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট (এফটিপি) যা হয়েছে, সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড। আমাদের কোনো অপশন ছিল না। এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন তো থাকবেই। তবুও চেষ্টা করব যে- যতটুকু অ্যাট্রাকক্টিভ করা যায় ইভেন্টটাকে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877