সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

১৭ হাজার টাকাসহ আটক এজেন্ট, ছয় মাসের দণ্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ হাজার টাকাসহ আটক আবুল বাশার নামে এক এজেন্টকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ সাজা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিয়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের মো. লুৎফুর রহমানের এজেন্ট আবুল বাশারকে ১৭ হাজার টাকাসহ আটক করা হয়। এছাড়া তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন। টাকার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

প্রিসাইডিং অফিসার ইফতেখার উদ্দিন জানান, সবাইকে ফোন রেখে আসতে বলা হয়। যাদের কাছে ছিলো সেগুলো রেখে দেওয়া হয়। পরে ওই এজেন্টের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পাশাপাশি তার কাছে টাকা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তি কি কারণে এত টাকা রেখেছিলেন এর সদুত্তর দিতে পারেননি। এ অবস্থা তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ