স্বদেশ ডেস্ক: একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আনা হয়েছিল দুটো জেব্রা। সাফারি থিমের ওই অনুষ্ঠানে অতিথিদের চমক দিতেই এ ব্যবস্থা করে বার কর্তৃপক্ষ। কিন্তু পরে জানা গেল, সাদা-কালো রঙ দিয়ে গাধাকেই জেব্রা সাজানো হয়েছে। দর্শনার্থীদের এভাবে ধোঁকা দেওয়ার জন্য তুমুল সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের। এমনকি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে, স্পেনের কাদিজে সমুদ্রতীরবর্তী এল পামার শহরে। একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একজোড়া গাধাকে সাদা-কালো রঙ দিয়ে জেব্রা সাজানো হয়েছিল। শহরটির স্থানীয় এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠানের জন্য বানানো বারের বাইরে গাধাদের হেঁটে বেড়ানোর দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। অ্যাঞ্জেল টমাস হেরেরা পেলাজ নামে ওই ব্যক্তি এ ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। বিলুপ্তির মুখে থাকা গাধাগুলোকে পর্যটকদের ধোঁকা দিতে ব্যবহার করা হচ্ছে জানিয়ে টমাস হেরেরা ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। তার ওই পোস্ট অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি স্পেনের কৃষি ও বিপণন দপ্তর এবং প্রকৃতি সুরক্ষা বিভাগের চোখেও পড়ে। ঘটনাটি নিয়ে তারা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।