শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

মানুষের কাছে মাছের আকুতি……?

মানুষের কাছে মাছের আকুতি……?

স্বদেশ ডেস্ক: ব্যাটোডিয়া উপবর্গের বড় পাখনাবিশিষ্ট সামুদ্রিক প্রাণী মানটা রে। এরা ‘রে’ মাছেরই একটি প্রজাতি। সম্প্রতি এ মাছের মানুষের কাছে সাহায্য চাওয়ার আকুতিভরা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, একটি স্ত্রী মানটা রে এক ডুবুরির কাছে বারবার ঘেঁষছে। আক্রমণাত্মক নয়; বরং খুব শান্ত ও বিপদাপন্ন ভঙ্গিতে।
পশ্চিম অস্ট্রেলিয়ার কোরাল বে শহরের বিশ্বঐতিহ্য-ঘোষিত স্থান নিঙ্গালু রিফের কাছে সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। গত ১১ জুলাই অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ডুবুরি জেক উইলটন মাছটির ডান চোখে একটি বড়শি আঁটা অবস্থায় আবিষ্কার করেন। তিন মিটার প্রশস্ত প্রকা- মাছটির কাছে গিয়ে সাহায্য করতে গিয়ে তিনি নিজেই উল্টো বিপদে পড়বেন কি নাÑ তা ভেবে নেন। এটির চোখ থেকে শক্ত করে আঁটা বড়শিটি খুলতে কয়েকবার ভাসা-ডোবা করতে হয় তাকে। তিনি প্রতিবারই ডুব দিয়ে অবাক হন যে মাছটি একই জায়গায় স্থির থেকে তার জন্য অপেক্ষা করছে। পুরো ঘটনার ভিডিওটি ধারণ করে রেখেছিলেন মনটি হিল নামে আরেক ডুবুরি। নিঙ্গালু রিফ এলাকাটি মানটা রে মাছেদের বিশ্রামের জায়গা বলে পরিচিত। তারা সেখানে আসে ছোট ছোট মাছের কাছে গা পরিষ্কার করে নিতে।
এই মাছেরা বেশ বুদ্ধিমান হয় এবং প্রজাতির অন্য মাছকে আলাদা করে চিনতে পারে। তাদের পাখা ২০ ফুট পর্যন্ত ছড়াতে পারে। জেক উইলটনের কাছে সাহায্য চাওয়া রে মাছটির গায়ে মেছতার মতো দাগ ছিল। এ কারণে তিনি আদর করে এর নাম দিয়েছেন ‘ফ্রেকলস’ (মেছতা)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877