শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণসহ আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. শাহ আলম সিদ্দিকী।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো :

১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:

ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০ থেকে ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ থেকে ১৬০০ টাকা।

গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

এই মূল্য তালিকা আজ ২৮ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

২) সব প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করা হবে।

৩) সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।

৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877