স্বদেশ ডেস্ক:
সারা দেশে যে হারে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে সরকারের অবহেলা ও দায়িত্বহীনতা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ডেঙ্গু যেভাবে ছড়িয়ে গেছে তা নিতান্তই সরকারের অবহেলা ও দায়িত্বহীনতা। এর ফলে দেশের মানুষ ভোগান্তিতে পড়েছে।’
গণপিটুনিতে সাধারণ মানুষ হত্যা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘যে দেশে বিনা ভোটে সরকার নির্বাচিত হয়; বিচারবিহীন সংস্কৃতি চালু করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়- সে দেশে এসব ঘটনা ঘটা স্বাভাবিক।’
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বহিষ্কৃত সদস্য প্রিয়া সাহার অভিযোগের ব্যাপারেও সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, ‘প্রিয়া সাহার দেওয়া নালিশ দেশের ভাবমূর্তি ক্ষূণ্ন করেছে। এটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।’
‘বিএনপির অফিস গুজবের কেন্দ্রবিন্দু’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি কখনও গুজব রটিয়ে রাজনীতি করে না। সত্য ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে বিএনপি।’
এ সময় বিএনপি কি বললো না বললো সে দিকে না তাকিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন আজ বিপন্ন’ উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জোর দাবি করেন মহাসচিব।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি সুলতানুল ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ সময় মত বিনিময় করেন ফখরুল।
এর আগে গতকাল শনিবার রংপুর বিভাগের কুড়িগ্রামসহ বন্যা দূর্গত বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। পরে রাতে নিজ জেলা ঠাকুরগাঁও আসেন। রোববার বিকেলে ঢাকা ফিরেন তিনি।