শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

ব্লগার অভিজিৎ রায় হত্যা মেজর জিয়া ও আকরামের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

ব্লগার অভিজিৎ রায় হত্যা মেজর জিয়া ও আকরামের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

স্বদেশ ডেস্ক:

২০১৫ সালে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ও আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এ তথ্য জানিয়ে প্রকাশ করা একটি পোস্টারে বলা হয়, ‘২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদাভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।’

আরও বলা হয়, ‘ওই ঘটনায় বাংলাদেশের আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। আসামিদের মধ্যে জিয়াউল হক ও আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল।’

পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘ওই দুজন বা হামলার সঙ্গে জড়িত অন্য কারও সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে, নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পাঠান। সেক্ষেত্রে আপনিও পুরস্কার পেতে পারেন।’

ফোন নম্বরটি হলো- +1-202-702-7843 । এ ছাড়া @RFJ_USA নামে একটি টুইটার হ্যাণ্ডলও দেওয়া হয়েছে। পোস্টারের নিচে বাঁদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম ও প্রতীক, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস ও রিওয়ার্ডস ফর জাস্টিসের নাম রয়েছে।

রিওয়ার্ডস ফর জাস্টিস হচ্ছে সন্ত্রাস দমনে ভূমিকার জন্য পুরস্কার দেওয়ার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা। এ পর্যন্ত আরএফআই শতাধিক লোককে মোট ১৫ কোটি ডলারেরও বেশি পুরস্কার দিয়েছে। বিবিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877