সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

মিডিয়া অ্যাট্রাকশন পেতে সৃজিত এসব বলেছে, দাবি সাকিবের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক:

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্ট। এই টেস্টের শেষ ইনিংসের দিন ছিল বৃষ্টি। আর সেই বৃষ্টি বিঘ্নিত ইনিংসটিতে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। সেদিন মাঠের খেলার বদলে হঠাৎ আলোচনায় চলে আসেন রুপালি পর্দার দুই তারকা কলকাতা খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী এবং তার সহধর্মিনী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গ্যালারিতে বসে খেলা দেখা দুই তারকা এক পর্যায়ে প্রেসবক্সে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

ওইদিন কথায় কথায় সৃজিত মুখার্জী বলেছিলেন, বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বায়োপিক বানাতে চান। সেজন্যই তিনি সাকিবের খেলা দেখতে মাঠে এসেছেন। সেদিন সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্টও করেন সৃজিত। সাকিব ছাড়াও তিনি দুই সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা ও রকিবুল হাসানের বায়োপিক তৈরিতেও আগ্রহ দেখান। এবার সৃজিতের সেই দাবি এক কথায় উড়িয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!

ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র’কে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব আল হাসান দাবি করেছেন, ‘মিডিয়া হাইপ তোলার জন্যই নাকি সৃজিত এমন কথা বলেছেন!’

সাকিবের দাবি, ‘সৃজিতের বক্তব্য শুনে তার কাছে মনে হয়েছে মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই উনি এটা বলেছেন। তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ