স্বদেশ ডেস্ক:
বিজয় দিবসের অনুষ্ঠানে মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত কামনা করেন রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার পর গতকাল শুক্রবার তাকে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। ৪০ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার বয়স এখন ৬০। আমি স্ট্রং ডায়াবেটিসের রোগী। নাটোর ডায়াবেটিস সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছি। রাত ১টার দিকে ঘুম থেকে তুলে আমাকে মোনাজাত করতে বলা হয়। আওয়ামী লীগের বড় বড় অনুষ্ঠানে মোনাজাত করে থাকি। জীবনে কোনো দিন ভুল হয়নি। কিন্তু সেদিন আমার অজান্তে মুখ দিয়ে কথাটি বের হয়ে গেছে।’ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন আব্দুর রাজ্জাক।
ওই মোনাজাতে অংশ নেন তাহেরপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বাক্কার মনসুর রহমান মৃধা, প্যানেল মেয়র বাবুল খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবসহ অন্যরা। বিষয়টি নিয়ে মুঠোফোনে তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘মোনাজাতটি শুনলে বুঝতে পারতেন, সেটি ছিল স্লিপ অব মাউথ। তারপরও তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’