স্বদেশ ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। এদিকে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৭ জনের। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন। এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। খুলনা বিভাগে দুইজন, ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়।