বিনোদন ডেস্ক:
কথায় আছে পুরুষের হৃদয়ে পৌঁছতে হয় তার পেটের পথ ধরে। অর্থাৎ, ভালমন্দ রেঁধে খাওয়ালেই জিতে নেওয়া যায় পুরুষের মন। বলিউড সুন্দরী ক্যাটরিনা হয়তো পুরুষের মন জেতার সেই মন্ত্র ভালোভাবেই জানেন। তাই তো বিয়ের পর হাতের মেহেদির রং না শুকাতেই চলে গেলেন হেঁশেল সামলাতে। শুধু লাইট-ক্যামেরা-অ্যাকশনেই নয় হেঁশেলে খুন্তি-কড়াইয়ের সঙ্গেও যে বলি সুন্দরীর সখ্যতা কম নয়, সেটাই প্রমাণ করলেন ক্যাট।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, বিয়ের পরই শ্বশুরবাড়ির সবার জন্য সুজির হালুয়া বানিয়েছেন ক্যাটরিনা। নিজের ইনস্টাগ্রামে সেই হালুয়ার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমি বানিয়েছি।
নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বলিউড সুন্দরীর হাতের রান্নার স্বাদ কেমন? ভক্তদের সেটা জানানোর দায়িত্বটা অবশ্য নিজের কাঁধেই তুলে নিয়েছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। নতুন বউয়ের হাতের হালুয়া খেয়ে প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি। নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনার রান্না করা বাটি ভরা হালুয়ার ছবি দিয়ে লিখেছেন, সেরা স্বাদের হালুয়া।