স্বদেশ ডেস্ক:
বিয়ের আসরে বর-কনের একসঙ্গে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদে বিয়ের আসরে গুলি চালান বর-কনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরে বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন কনে। এ সময় বর শূন্যে পরপর দুটি গুলি ছোড়েন। গুলি ছোড়ার সময় বরের হাতও ধরেন কনে।
বিয়েতে আনন্দ উদযাপনের জন্য ভারতের উত্তরাঞ্চলে গুলি ছোড়া হয়। তবে এরকম আনন্দ উদযাপন প্রায়ই দুর্ঘটনা ডেকে আনে। মাসখানেক আগে গাজিয়াবাদে ব্যাচেলর পার্টিতে গুলি ছুড়লে এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গত আগস্টে দিল্লিতে জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালানোর জন্য দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।