বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

রোগীকে বেশি বেশি আমিষ খাওয়ান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: ডেঙ্গু রোগীকে পানি, পানীয়, ফল ও সবজি জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে। ডেঙ্গুজ্বরের প্রধান দুটি ফ্যাক্টর হচ্ছে জ্বর ও পানিশূন্যতা।

তাই জ্বর কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। ডেঙ্গু হলে শরীরে এত ব্যথা হয় যে, রোগী ক্লান্ত হয়ে পড়ে। এই সময়ে তাকে সাহস জোগাতে হবে।

ডেঙ্গুজ্বরের রোগীর আমিষ বেশি খেতে হবে। ফল বেশি খেতে হবে। খাবারে সবজি বেশি থাকবে। সঙ্গে অবশ্যই পানি, পানীয়, ফলের রস, লেবুর শরবত, দুধ, স্যুপ- এগুলো বেশি খেতে দিতে হবে।

যেসব স্থানে ব্যথা, সেখানে গরম স্যাঁক দিলে যদি আরাম পায় তা হলে তা দিতে হবে। রোগীর গায়ে যদি লাল র‌্যাশ ও ফসকুড়ি ওঠে, তা হলে চুলকানি হতে পারে। চুলকানি প্রতিরোধে একটি মাত্র ওষুধ- অ্যান্টিহিস্টামিন খাওয়াতে হবে।

এর পরও যদি রোগীর অবস্থায় জটিলতা দেখা দেয়, তখন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে।

 

অধ্যাপক খান আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ ও অধ্যক্ষ- ঢাকা মেডিক্যাল কলেজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ