বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে কী বললেন নুর বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় জানুয়ারির প্রথম দিকেই নতুন বই পাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার
মুক্তিপণ না পেয়ে ব্যবসায়ীকে ১০ টুকরা!

মুক্তিপণ না পেয়ে ব্যবসায়ীকে ১০ টুকরা!

স্বদেশ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে অপহরণের তিনদিন পর হৃদয় (২৪) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংসভাবে তার দেহ কেটে ১০ টুকরা করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী মুক্তিপণের জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া মসজিদ সংলগ্ন একটা বাড়ি থেকে তার এই ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মজনুর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম।

তিনি জানান, গত শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর তিনবটতলা এলাকা থেকে হৃদয়কে প্রকাশ্যে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। সেখানে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন হৃদয়কে মাইক্রোবাসে তুলে নিয়ে পাবনার দিকে চলে যায়। পরে অপহরণকারীরা হৃদয়ের মোবাইল ফোন থেকে কল দিয়ে তার স্বজনের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে অপহরণের তিনদিন অতিবাহিত হলেও কোনো খোঁজ মেলেনি হৃদয়ের। অবশেষে সোমবার রাতে দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া মসজিদ সংলগ্ন একটা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মুক্তিপণের টাকা না দেওয়াতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877