স্বদেশ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মঙ্গলবার এ দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে বিরিশিরি এলাকায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সাংবাদিক ধনেশ প্রত্রনবীশের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ, উপজেলা যুবলীগ সভাপতি ও শহিদ পরিবারের সন্তান আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শহিদ পরিবারের সন্তান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।