স্বদেশ ডেস্ক: নোয়াখালী চৌমুহনীতে রোববার সকালে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান উল্টে ৪ শ্রমিক নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ১৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, রোববার সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাটে বলে জানা গেছে। তবে তাদের বিস্তাতির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থল আসে। উল্টে যাওয়া গাড়ির নিচ থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দ্রুত বেগে গলি থেকে মহাসড়কে উঠে আস একটি ব্যাটারিচালিত অটোকে বাঁচাতে গিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি