স্পোর্টস ডেস্ক:
আসন্ন নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বস বলেন- মৌখিকভাবে নয়, আনুষ্ঠানিকভাবে ছুটি চাইতে হবে সাকিবকে। এরপর বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
এর আগে, বছরের শুরুতেও নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজে ছিলেন না তিনি।
এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টি-২০ বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টও। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন। তবে এই একটি টেস্ট পর আবারো সাকিবকে পাওয়া যাবে না।
আগামী ৮ ডিসেম্বর শেষ হবে ঢাকা টেস্ট। এরপরের দিনই নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। নিউজিল্যান্ড সফরের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
নিউজিল্যান্ড সবসময় কঠিন সফর। যেখানে কোনো জয় নেই বাংলাদেশ দলের। এবার তামিম-সাকিবের অনপুস্থিতিতে টেস্টে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মুমিনুলদের জন্য। মাহমুদউল্লাহ রিয়াদও বিদায় বলে দিয়েছেন টেস্টকে।