স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের ঝাউতলায় বাস, ডেমো ট্রেন ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম।
তিনি বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ডেমো ট্রেনের সাথে একটি বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরো অনেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।