বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

১ ভোটে বিজয়ী মেম্বরের হামলায় পরাজিত প্রার্থীসহ আহত ১০

১ ভোটে বিজয়ী মেম্বরের হামলায় পরাজিত প্রার্থীসহ আহত ১০

স্বদেশ ডেস্ক:

মাগুরার ধনেশ্বরগাতি ইউনিয়নের ৭ নং ওর্য়াডের মান্দিয়াপাড়া গ্রামে বিজয়ী মেম্বর জীবন বিশ্বাস ও তার সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী প্রমথ বিশ্বাসসহ ১০ জন আহতের অভিযোগ উঠেছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত প্রমথ বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন সিংড়া বাজারে বসে চা খাচ্ছিলাম। ভোট পুনঃগণনার আবেদন করাই জীবন ও তার সমর্থকরা অতর্কিত হামলা করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আমাকে রক্ষার জন্য এগিয়ে এলে রামদা দিয়ে কুপিয়ে আমাদের আহত করেন। গুরুতর আহত অবস্থায় অসিম বিশ্বাস (৪৩), প্রমথ বিশ্বাস (৬০), পলি বিশ্বাস (২২), বিচিত্র বিশ্বাস (২৬), রিতা রানী (৪৫), তপু বিশ্বাস (১৮), বিজল বিশ্বাসকে (৫৮) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আহত অন্যদের শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৮ নভেম্বর নির্বাচনে আমি ঘুড়ি প্রতিক নিয়ে ৯৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জীবন বিশ্বাস আমার থেকে ১ ভোট বেশি পেয়ে বিজয়ী হওয়ায় আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনঃগণনার আবেদন করাই জীবন ও তার সমর্থকরা মিলে হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বিজয়ী মেম্বর জীবন বিশ্বাসের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান, আহতরা নির্বাচন পরবর্তী সহিংসতা দাবি করলেও পারিবারিক কলহের কারণে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877