বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

ডায়াবেটিস রোগী’র খাবার ও ব্যায়াম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০১৯

ডা. শাহজাদা সেলিম: ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে খাবার গ্রহণ ও ব্যায়াম নিয়ে সচেতন হতে হবে। তাহলে তিনি উপকার পাবেন। যতই ব্যস্ত থাকুন না কেন দিনের মধ্যে কিছুটা সময় বের করে হাঁটুন। ভালো থাকার কোনো শর্টকাট পদ্ধতি হয় না। নিজের শরীরের একটু যতœ নিলে ভালো থাকতে পারবেন। কার্ডিও-রেসপিরেটরি ফিটনেসই হলো সুস্থ থাকার চাবিকাঠি।

কারণ, নিয়মিত ব্যায়াম করলে ক্যালরি ক্ষয় হয়, যা অতিরিক্ত ওজন কমিয়ে সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ব্যায়াম ইনসুলিনের মতো কাজ করে। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। কার্ডিওঅ্যাক্টিভিটি হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলে হার্ট ও ফুসফুস ভালো থাকে।

সপ্তাহে ছয় দিনের বেশি ব্যায়াম করবেন না। হাঁটা, জগিং, স্কিপিং, টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার কাটতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করুন নিয়মিত। বাইসাইকেল চালাতে পারেন। ব্যায়াম করার আগে ওয়ার্মআপ করে নেবেন। এতে শরীর ব্যায়াম করার জন্য তৈরি হয়ে যাবে। চোট লাগার ঝুঁকি কম থাকবে। ব্যায়াম করার পর কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ব্যায়াম করার সময় সঠিক জুতা পরবেন, না হলে পায়ে চোট লাগতে পারে। এসব বিষয় মেনে চললে উপকার পাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ