বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

এবার র‌্যাম্পে হাঁটবেন দীঘি

এবার র‌্যাম্পে হাঁটবেন দীঘি

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলের ফ্যাশন শোতে আজ রোববার অংশ নেবেন এই অভিনেত্রী। ফ্যাশন শোতে দীঘি শো স্টপার হিসেবে পারফরম্যান্স করবেন। আর তার শুরুটা হবে দেশি পোশাক দিয়ে। এরপরই র‌্যাম্পে হাঁটবেন এই চিত্রনায়িকা।

দীঘি বলেন, ‘প্রথমবার র‌্যাম্পে হাঁটবো। বিশেষ অনুরোধেই র‌্যাম্পে হাঁটা। প্রথম যেকোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে। তাই রোমাঞ্চটা বেশি কাজ করছে। এই আয়োজনে অপু বিশ্বাস দিদি এবং তাহসান ভাইও থাকবেন। তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করতে পারবো। ভালোই লাগছে। আশা করি, দর্শক উপভোগ করবেন।’

এদিকে সবশেষ এই অভিনেত্রী ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন। সামনে তার এইচএসসি পরীক্ষা। তাই আপাতত অভিনয় থেকে বিদায় নিচ্ছেন দীঘি। আর এই সময়টা শুধু পড়াশোনা নিয়েই থাকতে চান তিনি।

উল্লেখ্য, নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বর্তমানে তার হাতে রয়েছে বেশকিছু সিনেমার কাজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877