স্বদেশ ডেস্ক:
উন্নত চিকিৎসা পাওয়া বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ছিলেন। আজ তিনি অত্যন্ত অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সব বাদ দিয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে উন্নত চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার নাগরিক অধিকার।’
গণঅনশন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এই ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। এ সময় শান্তিপূর্ণভাবে দলীয় নেতাকর্মীদের গণঅনশন কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় গণঅনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,বিএনপি নেতা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ যুবদলের সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি’র আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ ২০ দলীয় জোট, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।