স্বদেশ ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় ইউপি নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে গিয়ে সমর্থকদের মারধর এবং চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর ও তার সমর্থকদের বিরুদ্ধে। এতে চারজন আহত হন।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের খালইভরা নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
ক্ষেতুপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, খালইভরা গ্রামে আমার নির্বাচনী অফিসে ক্ষেতুপাড়া ইউনিয়নের সদ্য বহিস্কৃত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর তার দল বল নিয়ে মাইকের তার ছেঁড়ার মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আমার সমর্থকদের মারপিট করে গুরুতর জখম করে। এ সময় চারজন আহত হন। তারা হলেন সুমন (২৪), রবিউল (২২), মিঠু (৩০) ও রুবেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাথিয়া হাসপাতালে ভর্তি করে। এ সময় অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।
এ বিষয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনসুর আলম পিন্চু।
মারপিটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর অভিযোগ অস্বীকার করে জানান, আহামরি কিছু হয় নাই। তারাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।