শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শীতের ভোরে অলসতা কাটাতে যা করবেন

শীতের ভোরে অলসতা কাটাতে যা করবেন

স্বদেশ ডেস্ক:

শীতের ভোর মানেই অলসতা। উঠছি উঠছি করে আবারও ঘুম। সকালের নাস্তা, ক্লাস বা অফিসের সময় সবকিছুতেই করতে হয় তাড়াহুড়ো। অন্যদিকে শীতের ভোরে শরীরচর্চার কার্যকারিতা বেশি হলেও তা অনিয়মিত হয়ে পড়ে। তাই এই সময়ে আলসেমি না করে শরীর আরও মজবুত করা প্রয়োজন। এ ক্ষেত্রে যা যা করতে পারেন-

হাঁটা বা দৌড়ানো

শরীরচর্চার শুরুতেই খানিকক্ষণ প্রাকৃতিক আবহাওয়ায় হাঁটলে বা দৌড়ালে আপনার হৃদযন্ত্রের কার্যকারিতা আরও বাড়বে। ফলে শরীরচর্চার সময়ে যে ধকল শরীরের উপর পড়ে, তার জন্য প্রস্তুত হতে পারবে আপনার শরীর।

স্ট্রেচিং

হাঁটা বা দৌড়নোর পড়ে কিছুক্ষণ স্ট্রেচিং করা অত্যন্ত প্রয়োজন। শরীরচর্চার আগে স্ট্রেচিং করলে আপনার পেশী চোট-আঘাতের কবল থেকে দূরে থাকে। বাড়তি ওজন ঝরানোর ক্ষেত্রেও স্ট্রেচিং খুবই কার্যকর হতে পারে।

প্রাণায়ম (শ্বাস-নিয়ন্ত্রণ কৌশল)

শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য শ্বাস-নিয়ন্ত্রণ কৌশল অত্যন্ত কার্যকর হতে পারে। শীতকালের ভোরবেলা কিছুক্ষণ প্রাণায়ম করলে তা শরীরকে আরও চাঙ্গা করতে পারে।

ধ্যান

কম্বলের মোহ কাটিয়ে শরীরচর্চার সময়ে মানসিকভাবে চাঙ্গা থাকতে ধ্যান করতে পারেন। মানসিক সুস্থতার জন্য ধ্যান করা খুবই কার্যকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877