স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়,বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নামপ্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে।
সর্বশেষ চলতি মাসের শুরুতে আইএস কাবুলের জাতীয় সামরিক হাসপাতালে হামলা চালায়। এতে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হন।
এরও আগে, ৮ অক্টোবর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হন।