স্বদেশ ডেস্ক:
রাজধানীর পুরাতন কারাগারের দেয়ালের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
নিহত যুবকের নাম মো. শাকিল। তার বয়স আনুমানিক ২০-২২ বছর। বাড়ি রংপুরের মিঠাপুকুরে। পুরান ঢাকার একটি জুস ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কারাগারের দেয়ালের পাশ থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়।
তার বুকে ছুরির চিহ্ন রয়েছে। ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে হত্যা করেছে নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।