শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

সাত কলেজে বিজ্ঞান-বাণিজ্য ইউনিটে ভর্তির ফল প্রকাশ

সাত কলেজে বিজ্ঞান-বাণিজ্য ইউনিটে ভর্তির ফল প্রকাশ

স্বদেশ ডেস্ক:

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার এই ফল প্রকাশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে `বিজ্ঞান’ এবং `বাণিজ্য’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল নিম্নোক্ত ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫হাজার ৯৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৫৭.৭০%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০টি। আর ‘বাণিজ্য’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ হাজার ৬৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৩১০টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877